১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

বিধ্বস্ত গাজার একটি দৃশ্য - ছবি : নয়া দিগন্ত

ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে শনিবার একদিনে আরো ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে গাজা সিটির একটি বাড়িতে দখলদার সেনাদের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরসহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের পাশবিক হামলায় অন্য ৪০ জন নিহত হন, যাদের বেশিরভাগ নারী ও শিশু।

মধ্য গাজার আদ-দোরা স্টেডিয়ামে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে পর্যন্ত ভয়াবহ বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এতে এসব তাবুতে বড় ধরনের আগুন লেগে যায় এবং বহু নিরস্ত্র মানুষ হতাহত হয়।

এদিকে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি সেনাদের হামলায় তাদের অন্তত ৯০ কর্মী শাহাদাতবরণ করেছেন।

গাজায় গত ১৪ মাসের ইহুদিবাদী আগ্রাসনে অন্তত ৪৪ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসঙ্ঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, হতভাগ্য এসব মানুষের মধ্যে অন্তত ১৪ হাজার ৫০০ শিশু রয়েছে।

তিনি গাজাবাসী শিশুদেরকে প্রতি মুহূর্তের এই মৃত্যুর বিভীষিকা থেকে রক্ষা করতে এগিয়ে আসার জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতিসঙ্ঘের এই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, গাজার শিশুদেরকে যখন পাশবিকভাবে হত্যা করা হচ্ছে, তখন গোটা বিশ্ব নীরবতা অবলম্বন করছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement