১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির

শুক্রবার রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস - ছবি : সংগৃহীত

গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত এবং ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ইতালির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইতালির রাজধানী রোমে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গাজায় বৈরিতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি।

স্থায়ীভাবে গাজা সংকটের অবসানে দ্বি-রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এটি বাস্তবায়িত হলে ইসরাইল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।’

ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement