‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইল পশ্চিম এশিয়া অঞ্চলকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হাউসি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে গোটা মুসলিম উম্মাহর ‘অদম্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘একটি নতুন পশ্চিম এশিয়া অঞ্চল গঠন করার যে কথা ওয়াশিংটন ও তেল আবিব বলে তা আঞ্চলিক জনগণ ও দেশগুলোকে লক্ষ্য করে তাদের অশুভ পরিকল্পনা এবং ষড়যন্ত্রের প্রমাণ বহন করে।’
তিনি বলেন, মাজহাব, মতবাদ ও সম্প্রদায় নির্বিশেষে গোটা মুসলিম উম্মাহর জন্য ইসরাইল প্রকৃত হুমকি হয়ে রয়েছে। ইয়েমেনের এই প্রতিরোধ নেতা বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে যাতে ঐক্য প্রতিষ্ঠিত না হয় এবং তারা সম্মিলিতভাবে যেন একটি সামরিক শক্তি গঠন করতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
আব্দুল মালিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম দেশগুলোকে দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে জিহাদি ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরিবর্তে নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী লড়াইয়ে লিপ্ত করে দিতে চায়।
তিনি গাজা উপত্যকার পাশাপাশি সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানান।
সূত্র : প্রেস টিভি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা