১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ২৫

- ছবি : সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় গাজার কেন্দ্রস্থলে একটি বহুতল ভবন ধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে এ হামলা করা হয়।

ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছেন।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জেরুজালেমে সাংবাদিকদের বলেন, ‘লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতি ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গাজায় যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির পথ পরিষ্কার করতে সহায়তা করেছে।’

এর আগে বৃহস্পতিবার গাজা উপত্যকাজুড়ে হামলায় আরো অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

তবে নুসেইরাতে এ হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইসরাইল জানিয়েছে, তারা হামাসকে নির্মূল করার চেষ্টা করছে। ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামলার নেতৃত্ব দিয়েছিল এবং গাজায় যুদ্ধের সূত্রপাত করেছিল হামাস।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাস গাজার বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে আছে।

এই যুদ্ধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অঞ্চলটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু অংশে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি অভিযানে গাজায় ৪৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা ১৭ হাজারেরও বেশি বিদ্রোহীকে হত্যা করেছে। তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন। যাদের বেশিভাগই বেসামরিক নাগরিক এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। প্রায় ১০০ জিম্মি এখনো গাজার অভ্যন্তরে রয়েছে, যাদের অন্তত এক তৃতীয়াংশ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement