১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান : ব্লিঙ্কেন

- সংগৃহীত

আঙ্কারা-সমর্থিত দলগুলো সিরীয় সরকারকে উৎখাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার তুরুস্কের প্রেসিডেন্ট রজম তাইয়েব এরদোগানকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়েছেন।

হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে বিমানবন্দরে বিদায় জানানোর পর বৃহস্পতিবার আঙ্কারা বিমানবন্দরের লাউঞ্জে প্রেসিডেন্ট এরদোগানের সাথে অ্যান্টনি ব্লিঙ্কেন এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন।

সিরিয়ার বেসামরিক নাগরিক এবং সংখ্যালঘুদের রক্ষার্থে ব্লিঙ্কেন সিরিয়ার সকল পক্ষকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং নাগরিকদের রক্ষার্থে সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের কথা পুনর্ব্যক্ত করেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ‘সিরিয়ায় ইসলামিক স্টেটের পরাজয় নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সেখানে একটা কোয়ালিশন গঠনের কথা অ্যান্টনি ব্লিঙ্কেন এরদোগানকে অনুরোধ করেছেন।’

সিরিয়ার এই পট পরিবর্তনে তুরুস্ক তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সেখানকার কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কুর্দিদের মার্কিন যুক্তরাষ্ট পৃষ্ঠপোষকতা করে থাকে। আইএস-বিরোধী যুদ্ধের মূল চালিকাশক্তি হচ্ছে এই কুর্দি বিদ্রোহীরা।

অ্যান্টনি ব্লিঙ্কেন সিরিয়ার সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী সরকার গঠনে একটা অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের কথা বলেছেন। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ব্লিঙ্কেন আগামী মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস ছেড়ে যাবেন।

তুরস্কে যাওয়ার আগে জর্ডানের আকাবা বিমানবন্দরে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন সিরিয়াতে বাড়তি সংঘাত আমরা এড়িয়ে যেতে চাই।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement