সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫
সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনে প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। ইতোমধ্যে দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণ তলানিতে গিয়ে ঠেকেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরবীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, বর্তমানে খোলা বাজারে এক ডলারে সাত লাখ ৪০ হাজার ইরানি রিয়াল পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরো অবনতি হলে এক ডলারের দাম ১০ লাখ ইরানিতে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, বাশারের পতন এ অঞ্চলে ইরানের স্বার্থকে আঘাত করেছে। লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের একটি স্থলপথ বন্ধ হয়ে গেছে। ইরানি মিলিশিয়া যে অঞ্চলে কাজ করতে পারে, সেগুলোও বন্ধ হয়ে গেছে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচিত হওয়ার একদিন পর মোহাম্মদ আল বশির দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সিরিয়ানদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র : জিও নিউজ