১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাশারের পতনের জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী করল ইরান

বাশারের পতনের জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী করল ইরান - ছবি : জেরুসালেম পোস্ট

সিরিয়ার সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। বুধবার (১১ ডিসেম্বর) জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সিরিয়ায় যে উদ্ভূত পরিস্থিতির কারণে বাশার আল আসাদের পতন ঘটেছে, সেটির মূল পরিকল্পনা গ্রহণ করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, জায়নিস্ট ও মার্কিন যৌথ পরিকল্পনায় যেটি বাস্তবায়িত হয়, তার ফলাফল কী হতে পারে, সে বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয়।

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, হাঁ, এই বিষয়ে সিরিয়ার পার্শ্ববর্তী দেশও বিশেষ ভূমিকা রেখেছে। তারা সবাইকে ইচ্ছে মতো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। কিন্তু এর মূল পরিকল্পনাকারী ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট অঞ্চলে। এই বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement