১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা - নয়া দিগন্ত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

কিম ইয়ং-হিউনকে বিদ্রোহের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে জড়িত থাকা এবং ক্ষমতা প্রয়োগে বাধা দেয়ার জন্য দায়িত্বের অপব্যবহারের অভিযোগে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয়।

বুধবার দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, গ্রেফতারের আগে কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের একজন মুখপাত্র এএফপিকে বলেন, আলামত ধ্বংস হতে পারে এমন উদ্বেগের মধ্যে কিমকে গ্রেফতার করা হয়েছে।

কোরিয়ান ন্যাশনাল পুলিশ অ্যাজেন্সির কমিশনার জেনারেল চো জি-হো এবং কিম সিউল মেট্রোপলিটন পুলিশ অ্যাজেন্সির প্রধান বং-সিককেও বুধবার ভোরে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে বুধবার এএফপি এ খবর জানায়।

এদিকে দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কার্যালয়ে সামরিক আইন ঘোষণার বিষয় তদন্তের জন্য বুধবার অভিযান চালিয়েছে।

পুলিশের পাঠানো এক বার্তায় বলা হয়, একটি বিশেষ তদন্ত দল প্রেসিডেন্টের কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ন্যাশনাল পুলিশ অ্যাজেন্সি, সিউল মেট্রোপলিটন পুলিশ অ্যাজেন্সি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি সিকিউরিটি সার্ভিস অংশগ্রহণ করে।

বেসামরিক শাসনের স্বল্পকালীন স্থগিতাদেশের পর তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ভ্রমণ তথা দেশত্যাগের নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল