০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান - ছবি : জেরুসালেম পোস্ট

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ সিরিয়া ও তার মিত্রদের দুর্বল করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

সিরিয়ার প্রতিরোধ অক্ষ হলো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। অক্ষটি ইরান, সিরিয়া ও অন্যান্য দেশসহ হামাস, হিজবুল্লাহ, হাউছি এবং ইরাকের ইসলামিক প্রতিরোধের মতো সংগঠনগুলো নিয়ে গঠিত।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, ইরাকি মেজর জেনারেল ইয়াহিয়া রসুল এবং সিরিয়ার চিফ অফ স্টাফ আবদুল করিম মাহমুদ ইবারাহিমের সাথে ফোনে এই মন্তব্য করা হয়েছে।

বিদ্রোহী দলগুলো গত সপ্তাহে আলেপ্পোতে প্রবেশ করে শহর দখল করার পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি করেছে।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement

সকল