গ্রেফতারের ভয়ে ৩০ সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০
আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগের পর গ্রেফতারের ভয়ে ৩০ সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। বুধবার (৪ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো যুদ্ধাপরাধের অভিযোগ করার পর ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় যুদ্ধ করা প্রায় ৩০ জন সৈন্য ও অফিসারকে বিদেশ ভ্রমণ এড়াতে সতর্ক করেছে। তাদের মধ্যে অন্তত আটজন সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে বর্তমানে অবস্থান করছে। তাদেরকেও সেখান থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলি সেনা কর্তৃপক্ষ বর্তমানে সৈন্যদের বিদেশ ভ্রমণে বাধা দেয় না। তবে তাদের অনুরোধ অনুমোদন করার আগে গাজায় কাজ করা সৈন্যদের জন্য বিদেশ ভ্রমণ একটি ঝুঁকিপূর্ণ মনে করছে তারা।
সূত্র : টাইমস অব ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা