০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

সিরিয়ায় সেনা মোতায়েনের ইরাকের সশস্ত্র গ্রুপের

সিরিয়ায় সেনা মোতায়েনের ইরাকের সশস্ত্র গ্রুপের - ছবি : সংগৃহীত

ইরাকের শক্তিশালী ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী বাগদাদকে বিদ্রোহী হামলার বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থন করার জন্য সিরিয়ায় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে।

বাগদাদ থেকে এএফপি জানায়, কাতায়েব হিজবুল্লাহ বা হিজবুল্লহ ব্রিগেড সোমবার গভীর রাতে ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক বিবৃতিতে এই আবেদন জানিয়েছে।

উদ্ধৃতিগুলো এটির অফিসিয়াল সাইটেও পোস্ট করা হয়। ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার উত্তর আলেপ্পো নগরী দখল করায়, প্রতিবেশী ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা বৃত্তে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’র অংশ কাতায়েব হিজবুল্লাহর একজন মুখপাত্র বলেন, গোষ্ঠীটি এখনো তাদের নিজস্ব যোদ্ধা মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি, তবে বাগদাদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ইরাক সরকারের উচিত সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে নিয়মিত সামরিক বাহিনী পাঠানোর উদ্যোগ নেয়া। কারণ এই দলগুলো ইরাকের জাতীয় নিরাপত্তা ও অঞ্চলের জন্য হুমকিস্বরূপ।’

এর আগে কাতায়েব হিজবুল্লাহ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সাথে যুদ্ধ করেছে। ইরাকে জোটটি বর্তমানে নিয়মিত সশস্ত্র বাহিনীর সাথে একীভূত হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশে জোটটি ইরাকের সীমানার বাইরে জড়িত থাকার কথা অস্বীকার করে। এটি সাবেক আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবি’র অংশ।

২০১৪ সালে ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থানের কারণে ইরাক ক্ষতবিক্ষত হয়ে পড়ে। ২০১৭ সালে পরাজিত হওয়ার আগে জিহাদি গ্রুপটি দেশের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে নেয়।

সোমবার ইরাক বলেছে, তারা সিরিয়ার সাথে তার ৬০০-কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সাঁজোয়া যান পাঠিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সরকারি বাহিনীকে সমর্থন করার জন্য প্রায় ২০০ ইরানপন্থী ইরাকি যোদ্ধা মোতায়েন করার কথা জানিয়েছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
সিলেটে ট্রফি উন্মোচনে নজর কাড়ল বিসিবি সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত, ১১ মাসের শিশুর অঙ্গহানি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির আলিফের খুনিরা যত ক্ষমতাশালী হোক তাদের বিচার হবেই : অ্যাটর্নি জেনারেল দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডায় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না : খন্দকার মোশাররফ ‘কোনো ধরনের উস্কানিতে জনগণ পা দিবে না’ ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, সমাবেশের প্রস্তাব রোহিতের অবসরের পর যে হবেন ভারতের টেস্ট অধিনায়ক

সকল