গাজার পণবন্দীদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতি : ট্রাম্পের হুঁশিয়ারি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০২
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০ জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগে গাজায় আটক পণবন্দীদের মুক্তি না দিলে 'ভয়াবহ পরিণতি' ঘটবে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নেয়ার প্রেক্ষাপটে সোমবার এক বিবৃতিতে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
ট্রুথ সোস্যালে দেয়া পোস্টে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 'কথার ফুলঝুড়ি এবং কাজের কাজ না হওয়ার' তীব্র সমালোচনা করেন। এক বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধ অবসানের জন্য বাইডেন ও তার প্রশাসন অনেক উদ্যোগ গ্রহণ করলেও তা ফলপ্রসূ হয়নি।
তিনি বলেন, 'আমি গর্বিতভাবে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যদি পণবন্দীদের মুক্তি না দেয়া হয় তবে মধ্যপ্রাচ্যে এবং যারা মানবতার বিরুদ্ধে এসব নৃশংসতা ঘটিয়েছে, তাদের সবাইকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।'
তিনি বলেন, যারা এর জন্য দায়ী তাদেরকে ভয়াবহভাবে আঘাত করা হবে। কাজেই এখনই পণবন্দীদের মুক্তি দাও।
তবে এই হুমকি কিভাবে বাস্তবায়িত করা হবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে কিনা, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
পণবন্দীদের আলোচনায় বাধা দেয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতারা একে অপরকে দায়ী করছেন।
হামাস বার বার বলে আসছে, গাজায় হামলা স্থায়ীভাবে বন্ধ করা হলেও পণবন্দীদের মুক্তি দেয়া হবে। তবে ইসরাইল জোর দিয়ে বলছে, হামাসকে পুরোপুরি পরাজিত করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না।
তবে এবার ট্রাম্পের এই ঘোষণায় ইসরাইল খুশি হতে পারে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা