০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হামাসের হামলায় সেনা সদস্যসহ ৯ ইসরাইলি নিহত

হামাসের হামলায় সেনা সদস্যসহ ৯ ইসরাইলি নিহত - ছবি : আল জাজিরা

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় নয় ইসরাইলি নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্য রয়েছে। তবে সংখ্যাটি উল্লেখ করা হয়নি।

সোমবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি গণমাধ্যমগুলো অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর আরিয়ালের একটি বসতির কাছে গত শুক্রবার হামাসের একটি হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। হামলাটির দায় হামাস ইতোমধ্যে স্বীকারও করেছে। ওই হামলায় নয় ইসরাইলি নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে। তবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ভিডিও ফুটেছে দেখা গেছে, কয়েকজন ইসরাইলি সেনা ও অবৈধ বসতিস্থাপনকারীকে বহনকারী একটি বাস আরিয়ালের গিতি-আফিসার এলাকায় পৌঁছালে এক হামাস যোদ্ধা সেটির উপর হামলাটি করেন। তিনি ১৫০ মিটার দূরত্ব থেকে ওই বাসে হামলা করেন। এতে নয়জন নিহত হয়। যাদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে। এ সময় ভেতর থেকে এক দখলদার সেনা গুলি ছুড়লে হামাস যোদ্ধাও নিহত হন।

হামলাকারী হামাস যোদ্ধার নাম সামের মোহাম্মাদ আহমাদ হুসাইন (৪৬)। তিনি নাবলুসের নিকটবর্তী আইনবুস এলাকার বাসিন্দা। এ ঘটনায় হামাস এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে যে নিহত সামের তাদেরই সহযোদ্ধা।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনকারীদের অব্যাহত অপরাধের পরিপ্রেক্ষিতে এই হামলা করা হয়েছে। এ সময় ইসরাইলি আগ্রাসনকে আরো কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা হিন্দু মঞ্চের! সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির পুনমূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ আবরার ফাহাদ র‌্যাগিংয়ের কারণে খুন!

সকল