সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিচ্ছে রুশ যুদ্ধবিমান
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ১৮:৫০
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে তুর্কিসমর্থিত গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম (এইচটিএস) নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। এতে রাশিয়ার যুদ্ধ বিমান অংশ নিচ্ছে।
শুক্রবার মস্কো জানিয়েছে, সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী গোষ্ঠীগুলোর অস্ত্র, গোলাবারুদ এবং লোকবলের ওপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে।
সিরিয়ায় রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপ-প্রধান কর্নেল ওলেগ ইগনাসয়ুক সাংবাদিকদের জানান, ২৪ ঘণ্টায় অন্তত ২০০ জন নিহত হয়েছে। এর আগের দিন রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় ৪০০ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার এইচটিএস কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুকে জানিয়েছিল যে তাদের যোদ্ধারা আলেপ্পোর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। তারা দাবি করেছিল, আলেপ্পো ও ইদলিব প্রদেশের ৪০০ বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সাথে তারা সিরিয়ার সামরিক বাহিনী থেকে বিপুল পরিমাণে ভারী অস্ত্র ও গোলাবারুদ দখলের দাবি করে।
এদিকে, সিরিয়া সরকার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে এবং তাদের নিয়ন্ত্রণে নেয়া বেশকিছু এলাকা পুনরুদ্ধার করেছে। এছাড়া স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইদলিব ও আলেপ্পোয় সিরিয়ার সরকার বাড়তি সেনা মোতায়েন করেছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা