চলতি বছর প্রথমবারের মতো সিরিয়ার আলেপ্পো শহরে হামলা চালাচ্ছে বিদ্রোহীরা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২৪, ২১:৪৬
চলতি বছর প্রথমবারের মতো সিরিয়ার আলেপ্পো শহরে হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিদ্রোহী বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকার-নিয়ন্ত্রিত অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষক এবং যোদ্ধাদের মতে, শুক্রবার দু‘টি গাড়ি বোমা বিস্ফোরণে বিদ্রোহীরা আলেপ্পো শহরে স্থল আক্রমণ শুরু করে। পরে তারা শহরের পশ্চিম প্রান্তে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সশস্ত্র দলগুলো আলেপ্পো শহরের কেন্দ্রে প্রবেশ করেছে। তারা বিস্তারিত বিবরণ উল্লেখ করেনি।
সিরিয়ার সেনাবাহিনী শুক্রবার বলেছে, তারা শহরটিতে একটি বড় আক্রমণ প্রতিহত করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর শুরু করা বড় আক্রমণ প্রতিহত করে চলেছে। তারা কিছু অবস্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
এর আগে, শুক্রবার বিদ্রোহী গোষ্ঠীগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসন ভবনে গোলাবর্ষণ করলে দুই ছাত্রসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা