‘ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি অবস্থা নড়বড়ে’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২৪, ২০:২৪
‘ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতির অবস্থা নড়বড়ে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
তিনি আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতির আজ তৃতীয় দিন। কিন্তু এত তাড়াতাড়িই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করতে শুরু করেছে। তবে ইসরাইল এবং হিজবুল্লাহ উভয়ের শক্তিশালী উপলক্ষ্য থাকার কারণে তা বজায় থাকতে পারে।
তিনি আরো বলেন, ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন করার এবং তারপরে হিজবুল্লাহ বা হামাস উভয় পক্ষকে দোষারোপ করার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা ইতোমধ্যে সেটি দেখা শুরু করছি। এটিই এখন উদ্বেগের কারণ।’
তিনি উল্লেখ করেন যে যুদ্ধবিরতি অক্ষুণ্ন রেখে উভয় পক্ষেরই অনেক কিছু লাভ করার আছে। তবে ইসরাইল যুদ্ধবিরতি থেকে আরো বেশি লাভ হয়েছে। তারা এখন বিনা বাধায় গাজা আক্রমণ চালিয়ে যেতে এবং তাদের বাসিন্দাদের উত্তরে বাড়ি ফিরিয়ে নিতে সক্ষম হবে। শেষ পর্যন্ত এই উপলক্ষ্যগুলো ইসরাইলকে চুক্তিটি সম্মান করার জন্য উদ্বুদ্ধ করা যথেষ্ট হবে কিনা, তা এখনই বলা খুব কঠিন। কারণ, ৬০ দিনের যুদ্ধবিরতির আমরা এখন তৃতীয় দিনে আছি।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা