২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উগ্রবাদীদের হামলায় আইআরজিসির সামরিক উপদেষ্টা নিহত

কিয়োমার্স পুরহাশেমি - ছবি : পার্সটুডে

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্রবাদীদের হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আরো এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স পুরহাশেমি যিনি হজ হাশেম নামে পরিচিত, তিনি গতরাতে উগ্রবাদীদের হামলায় আলেপ্পো শহরের উপকণ্ঠে নিহত হয়েছেন।

জেনারেল কিয়োমার্স হাশেমি সিরিয়ায় নবী বংশের অন্যতম সদস্য সাইয়েদা জয়নাব রা:-এর মাজার রক্ষা এবং সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরানের এই শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং সিরিয়ায় শান্তি স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়া বিদেশী মদদপুষ্ট উগ্রবাদীদের ভয়াবহ তাণ্ডবের শিকার হয়। এ সময় থেকে সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান আরব দেশটিতে সামরিক বাহিনীর কিছু সদস্যকে মোতায়েন করে, যারা সিরিয়ার সামরিক বাহিনীর জন্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এসব সামরিক উপদেষ্টা সিরিয়ায় উগ্রবাদী দায়েশকে পরাজিত ও দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করেছেন।

সিরিয়ায় তৎপর উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বহুসংখ্যক দেশ এবং ইসরাইল ও তার আঞ্চলিক মিত্ররা সর্বাত্মকভাবে সহযোগিতা করে এসেছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় সিরিয়া এবং ইরাকে এসব গোষ্ঠীকে লেলিয়ে দেয়া হয়েছিল।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement