২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘লেবাননে যুদ্ধবিরতি চুক্তি গাজায় যুদ্ধবিরতির পথ দেখাতে পারে’

ইরানের টেলিভিশন চ্যানেল আলআলমকে সাক্ষাৎকার দেন হামাস নেতা সামি আবু জুহরি - ছবি : পার্সটুডে

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে। লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।

বৃহস্পতিবার ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হামাস নেতা সামি আবু জুহরি।

তিনি বলেন, লেবাননের জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য আমরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহ আন্দোলনের চুক্তির অধিকারকে স্বীকার করি। একইসাথে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে যে বিরাট আত্মত্যাগ করেছে তার প্রতিও হামাস কৃতজ্ঞতা জানায়।

সামি আবু জুহরি আরো বলেন, গত ১৪ মাস ধরে ইসরাইল আগ্রাসন চালালেও গাজা এবং লেবাননে তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদীরা বরং বেসামরিক ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের হত্যা করে এবং অবকাঠামো ধ্বংস করে বিজয় দাবি করছে।

গাজার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সামি আবু জুহরি বলেন, সেখানে যা কিছু হচ্ছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে বলতে হবে যে সাম্প্রতিক শতাব্দিগুলোতে কোথাও এই ধরনের ভয়াবহ অমানবিক ঘটনা ঘটেনি। গাজার সকল হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে ইসরাইল ধ্বংস করেছে।

হামাসের এই নেতা জানান, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একমাত্র কামাল আদওয়ান হাসপাতাল টিকে আছে, এছাড়া সেখানে কোনো হাসপাতাল ও চিকিৎসা উপকরণ নেই, যা দিয়ে গাজার লোকজনকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব।

তিনি বলেন, এখনো প্রতিদিন ইসরাইল বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং প্রতিদিন বহু সংখ্যক ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। একইসাথে ইহুদিবাদী সেনারা এসব অসহায় মানুষকে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে যেতে দিচ্ছে না এবং ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা আহত ব্যক্তিদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে দেয় না।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
‘উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে’ আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ যবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন ৭ সদস্য বগুড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ১ ইসকনের বাধায় ২ দিন ধরে কুলাউড়া দিয়ে আমদানি-রফ্তানি বন্ধ ১৭ বছর পর আড়াইহাজারে জামায়াতের জনসভা ‘মনে হয় বোমাগুলো আমাদের গ্রামেই পড়তেছে’ ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন : প্রেস সচিব আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ অন্তর্বর্তী সরকার ২ বছর থাকবে তারপর পর নির্বাচন : ভিপি নূর ‘জিয়াউর রহমানের দর্শনে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব’

সকল