ইসরাইলিদেরকে লেবাননের সীমান্তবর্তী এলাকায় না যাওয়ার অনুরোধ সামরিক বাহিনীর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
ইসরাইলিদেরকে লেবাননের সীমান্তবর্তী এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে সামরিক বাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।
আল জাজিরার খবরে বলা হয়, লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলাকালীন সময় সীমান্তের কয়েকটি এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নিয়েছিল ইসরাইল। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এলাকাগুলোতে এখন হামলার আশঙ্কা নেই। তবুও বাসিন্দাদের সেখানে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সামরিক বাহিনী। তারা বলেছে, সেখানে হামলার আশঙ্কা না থাকলেও অবিস্ফোরিত অস্ত্র থেকে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।
তারা আরো বলেছে, জনসাধারণের উচিত নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করা থেকে বিরত থাকা এবং নিরাপত্তা বাহিনীকে তাদের মিশন চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া উচিত।
এদিকে, সরাইলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরাইল শোমার বলেছেন, ইসরাইল এখনো হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি।
তিনি হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত করা বন্ধ করতে ‘যেকোনো জায়গায় আঘাত করার জন্য’ প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি জানিয়েছেন, সত্য ‘বিজয়’ কয়েক দশকে আসার সম্ভাবনা নেই।
নিউজ আউটলেট ইসরাইল হেয়োমকে তিনি বলেছেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে পরীক্ষা হবে বাস্তবায়ন ও অর্জন রক্ষা করার জন্য।’
তিনি আরো বলেছেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই (হুমকি) লেবাননে বা গাজায় ফিরে না আসে। এবং যদি তা হয়, আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে।’
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা