২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হিজবুল্লাহর সাথে অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন ইসরাইলের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় লেবাননের হিজবুল্লাহর সাথে অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরাইল। এর ফলে এর সাথে সম্পৃক্ত প্রায় ১৪ মাস ধরে চলে আসা গাজা ভূখণ্ডের যুদ্ধ সমাপ্তির ক্ষেত্র প্রস্তুত হলো। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা।

ইসরাইলি মন্ত্রিসভা ১০-১ ভোটে চুক্তিটি অনুমোদন করে। এ ব্যাপারে হিজবুল্লাহর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাছাড়া চুক্তির বিস্তাবির বিবরণও প্রকাশ করা হয়নি। ফলে অনেক প্রশ্নের জবাব অজানা রয়ে গেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহুর দফ্তর জানিয়েছে, তিনি অস্ত্র বিরতি চুক্তিটি উপস্থাপন করার পর ইসরাইলের নিরাপত্তা পরিষদ তা অনুমোদন করে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে 'সুখবর' বলে অভিহিত করেন। তিনি বলেন, তার প্রশাসন গাজায় অস্ত্র-বিরতির জন্য আবারো চাপ দেবে।

অনেকে বলছেন, ইসরাইল-হিজবুল্লাহর অস্ত্র বিরতি হচ্ছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গোটা অঞ্চলে ছড়িয়ে পড়া অশান্ত অবস্থা নিরসনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এতে গাজার মারাত্মক যুদ্ধের সুরাহা হচ্ছে না।

ইসরাইলের মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘন্টা আগে ইসরাইল বৈরুত ও তার দক্ষিণাঞ্চলের শহরতলীতে সবচেয়ে মারাত্মক আক্রমণ চালিয়েছে। এছাড়া সেখান থেকে লোকজনের অপসারণের জন্য রেকর্ড সংখ্যক সতর্ক বার্তা পাঠায়।

ইসরাইল অস্ত্রবিরতিতে যাবার আগে শেষ মুহূর্ত পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে। স্থানীয় কর্তৃপক্ষের মতে এই আক্রমণে গোটা দেশে অন্তত ২৪ জন নিহত হয়।
সূত্র : আল জাজিরা, ভিওএ এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement