২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৬ ইসরাইলি সৈন্যের আত্মহত্যা : আরো হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায়

মানসিক যন্ত্রণায় গাজা ফেরত হাজারো ইসরাইলি সৈন্য - সংগৃহীত

গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত ছয় ইসরাইলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাই তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ।

প্রতিবেদন অনুয়ায়ী, আত্মহত্যাকারী সৈন্যের প্রকৃতি সংখ্যা আরো বেশি হতে পারে। কেননা বছরের শেষ নাগাদ প্রকাশ করার প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরাইলি সামরিক বাহিনী এখনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।

প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে বৃহত্তর মানসিক স্বাস্থ্য সঙ্কটের কথা তুলে ধরা হয়েছে। হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টদের কাছ থেকে সাহায্য চেয়েছে, আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) লক্ষণ দেখা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে।

ইসরাইলি দৈনিকটি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানিয়েছে, সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনা সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সঙ্কটের সম্পূর্ণ মাত্রা স্পষ্ট হবে।

গত মার্চে ইসরাইলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসা-লর গণমাধ্যম হারেটজকে জানান, প্রায় এক হাজার ৭০০ সৈন্য মানসিক চিকিৎসা পেয়েছে।

গাজা এবং দক্ষিণ লেবাননে বর্ধিত মোতায়েনের কারণে হাজার হাজার সৈন্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে ইঙ্গিত করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement