উত্তর গাজায় ১৫ ইসরাইলি সেনাকে হত্যার দাবি হামাসের
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ১৩:১৬
গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় ১৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস।
বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এ দাবি করে।
এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা ১৫ সেনার একটি ইসরাইলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে।
পৃথক এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানায়, ‘তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউই এলাকার কাছে ইসরাইলি মারকাভা ট্যাংক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে।’
এদিকে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ৬০ মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে ইসরাইলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালায়।
ইসরাইলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় হামলা চালায়। গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরাইলি হামলায় ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর-বাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরাইলে হামলার পর মূলত এই যুদ্ধ শুরু হয়।
ইসরাইলি কর্তৃপক্ষের মতে, ওই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত হন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা