ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২৪, ১৯:৫২
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সিনেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কয়েকজন সিনেটর এই প্রচেষ্টা চালিয়েছিলেন।
ইসরাইলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সিনেটে তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার এসব প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।
সিনেটের মোট ১০০ জন সদস্যের মধ্যে ৭৯ জন প্রথম প্রস্তাবের বিপক্ষে ভোট দেন আর পক্ষে ভোট দেন ১৮ জন। একইভাবে আরেকটি প্রস্তাবের বিরোধিতা করে ৭৮ জন সিনেটর ভোট দিয়েছেন। এই প্রস্তাবে ইসরাইলের কাছে মর্টারের গোলা বিক্রি বন্ধের অনুরোধ জানানো হয়েছিল। ভোটাভুটিতে উপস্থিত ১৯ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন।
তৃতীয় আরেকটি প্রস্তাবে ইসরাইলের কাছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন রফতানি বন্ধের কথা বলা হলেও প্রস্তাবটির বিপক্ষে ৮০ জন সিনেটর ভোট দিয়েছেন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। মার্কিন সিনেটের এই পদক্ষেপের কারণে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের প্রচেষ্টা বরবাদ হলো। এতে প্রকৃতপক্ষে সেখানে মানবতার পরাজয় হলো আর অস্ত্র ব্যবসা জিতে গেল।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা