যুদ্ধবিরতি ইসরাইলের হাতে : মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহ নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২৪, ১৩:৩৫
প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম বলেছেন, তারা যুদ্ধবিরতির জন্য একটি মার্কিন প্রস্তাব পর্যালোচনা করেছে এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তার প্রতিক্রিয়া জমা দিয়েছেন।
সে অনুযায়ী, ‘বল এখন পুরোপুরি দখলদার ইসরাইলের কোর্টে।’
বুধবার হিজবুল্লাহর নেতা হিসেবে তৃতীয় ভাষণে তিনি এ কথা বলেন।
আগে রেকর্ড করা ভাষণে নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ মিডিয়ার কাছে নিজদের অবস্থান প্রকাশ করবে না। তবে তিনি উল্লেখ করেছেন, আলোচনায় হিজবুল্লাহ দু’টি নীতি মেনে চলে- শত্রুতার সম্পূর্ণ অবসান এবং লেবাননের সার্বভৌমত্ব সংরক্ষণ।
নাঈম কাসেম আরো বলেন, হিজবুল্লাহর কাছে আইডিএফের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর উপায় রয়েছে।
তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেন যে ইসরাইল একটি যুদ্ধবিরতি হওয়ার পরেও হিজবুল্লাহকে আঘাত করতে সক্ষম হবে।
বেরির সহযোগী আলী হাসান খলিল সোমবার রয়টার্সকে বলেন, লেবানন সরকার ও হিজবুল্লাহ উভয়েই গত সপ্তাহে জমা দেয়া একটি প্রস্তাবে সম্মত হয়েছে, বিষয়বস্তু নিয়ে কিছু মন্তব্য করেছে।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল সামরিক অভিযান অব্যাহত রাখবে।
নেতানিয়াহু আরো বলেন, হেজবুল্লাহ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এমন কোনো প্রমাণ নেই।
খসড়া চুক্তিতে লেবানন থেকে ইসরাইলি স্থলবাহিনীকে সরিয়ে নেয়া হবে এবং হিজবুল্লাহ বাহিনীকে ইসরাইলি সীমান্ত থেকে দূরে ঠেলে দেয়া হবে। চুক্তির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের বাফার জোনে আরো লেবাননের সেনা ও জাতিসঙ্ঘ শান্তিরক্ষী পাঠানো হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত ও ৩১ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর হোচস্টেইন বৈরুতে যান। দু’দিনের মধ্যে বৈরুতের কেন্দ্রস্থলে এটি ইসরাইলের তৃতীয় হামলা।
হামাসের আরেক মিত্র ইয়েমেনের হাউছি গোষ্ঠী এক বছর আগে লোহিত সাগরের করিডোরে জাহাজ চলাচলে হামলা শুরু করে।
২০২৩ সালের ১৯ নভেম্বর হাউছিদের হেলিকপ্টার হামলায় গ্যালাক্সি লিডার নামের একটি গাড়িবাহী জাহাজ আটক করা হয়।
জাহাজটি এবং এর ২৫ জন ক্রু এখনো বিদ্রোহীদের হাতে বন্দী রয়েছেন। হাউছিরা গত বছর লোহিত সাগরে ৯০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে দুটি জাহাজ ডুবিয়ে দেয়, চারজন নাবিককে হত্যা করে।
সূত্র : টাইমস অব ইসরাইল এবং ভিওএ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা