২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ইসরাইলিদের আস্থা পাওয়ার যোগ্য নয় নেতানিয়াহ

পতনের মুখে ইসরাইলি অর্থনীতি : নেয়ানিয়াহুকে লাপিদ

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিদ - ছবি : পার্সটুডে

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরাইলের অর্থনীতি পতনের মুখে রয়েছে।

তিনি সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে এক বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি পণবন্দিরা আটক রয়েছেন। ইসরাইলের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারকারীদের শাস্তিবিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, নেয়ানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দিদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন উল্লেখ করে লাপিদ বলেন, এই ব্যক্তি ইসরাইলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি।

কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেইসাথে নেসেট অধিবেশনে উপস্থিত পণবন্দিদের আত্মীয়-স্বজনরাও প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন।

ইসরাইল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। কিন্তু তেল আবিব এখন পর্যন্ত গাজায় নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং নতুন করে ইহুদিবাদী বাহিনী লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
৪০ বছর পর ইরাকে আদমশুমারি, কারফিউ জারি নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী ৩ মন্ত্রণালয়ে সচিব বদলি গাজার কামাল আদনান হাসপাতালে হামলা, শঙ্কায় ৮৫ রোগীর জীবন পুঠিয়ায় ভুয়া চিকিৎসকের জরিমানা আগামীকাল নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত মাদারীপুরে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে : প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া যে ব্রিটিশ এমপি নিজের মৃত্যুর গল্প সাজান গীতিকার আব্দুল কাদির হাওলাদারের ইন্তেকালে বিসিএর শোক ভাঙ্গায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক নিহত

সকল