১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মধ্য ইসরাইলের হিজবুল্লাহর রকেট হামলা, আহত ৭

- ছবি : রয়টার্স

মধ্য ইসরাইলে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে অন্তত সাতজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগেন ডেভিড এডম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল এবং ১০টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে থেকে কয়েকটি প্রজেক্টাইল ইসরাইলি সীমানায় প্রবেশ করেছে। ফলে বৃহত্তর তেল আবিব এলাকার ড্যান, শ্যারন এবং মেনাশে অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।

তারা আরো জানিয়েছে, আরো কয়েকটি প্রজেক্টাইল ভূপাতিত করা হয়েছে। আর কিছু ইসরাইলি সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে।

ইসরাইলি বাহিনী আরো জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের আপার গ্যালিলি এলাকাকে লক্ষ্য করে ১০টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটিকে ইসরাইলি সীমানায় আসার আগেই প্রতিহত করা হয়েছে। আর কয়েকটিকে ইসরাইলি সীমানায় প্রবেশের পর উন্মুক্ত স্থানে ভূপাতিত করা হয়েছে।

এ সময় কোনো রকেট ওই এলাকায় আঘাত করেছে কিনা, সেই বিষয়ে তারা কিছু জানায়নি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement

সকল