১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজায় ইসরাইলি হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

- ছবি : ইউএনবি

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

স্থানীয় সময় সোমবার গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়।

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া, মধ্য গাজার নুসেইরাত শিবির এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ শহরে বাস্তুচ্যুতদের আবাসিক বাড়ি-ঘর ও আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলি বোমা হামলা চালানো হয়েছে।

এতে বলা হয়, ইসরাইলি অব্যাহত হামলা ও আগ্রাসনের কারণে গাজার উত্তরাঞ্চলে তাদের কাজ বন্ধ রয়েছে। এর ফলে হাজার হাজার নাগরিক মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির গণমাধ্যম কর্মকর্তা রায়েদ আল-নামাস গাজায় সাংবাদিকদের বলেছেন, ‘চিকিৎসা সরবরাহ ও কর্মীর সঙ্কটের কারণে উত্তরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে।

আল-নামাস বলেন, একেবারে ন্যূনতম সেবা দেয়া হচ্ছে। এছাড়া ১২ হাজার আহত লোককে উপত্যকার বাইরে চিকিৎসা প্রয়োজন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় এক হাজার দুই শ’ জন নিহত এবং প্রায় আড়াই শ’ জনকে জিম্মি করা হয়।

সোমবার এক বিবৃতিতে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশ বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ‘মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে’ গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান জি-২০ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ বৈঠকে উঠছে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল জাতিসঙ্ঘের আলোচনায় কৃষকদের জন্য জলবায়ু তহবিলের অংশ দাবি কক্সবাজারে সাবেক প্রতিমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আ’লীগ নেতা আটক টেকনাফে ৩১ নারী-পুরুষ উদ্ধার, আটক ২ অপহরণকারী উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা

সকল