১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজায় ইসরাইলি হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

- ছবি : ইউএনবি

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

স্থানীয় সময় সোমবার গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়।

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া, মধ্য গাজার নুসেইরাত শিবির এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ শহরে বাস্তুচ্যুতদের আবাসিক বাড়ি-ঘর ও আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলি বোমা হামলা চালানো হয়েছে।

এতে বলা হয়, ইসরাইলি অব্যাহত হামলা ও আগ্রাসনের কারণে গাজার উত্তরাঞ্চলে তাদের কাজ বন্ধ রয়েছে। এর ফলে হাজার হাজার নাগরিক মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির গণমাধ্যম কর্মকর্তা রায়েদ আল-নামাস গাজায় সাংবাদিকদের বলেছেন, ‘চিকিৎসা সরবরাহ ও কর্মীর সঙ্কটের কারণে উত্তরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে।

আল-নামাস বলেন, একেবারে ন্যূনতম সেবা দেয়া হচ্ছে। এছাড়া ১২ হাজার আহত লোককে উপত্যকার বাইরে চিকিৎসা প্রয়োজন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় এক হাজার দুই শ’ জন নিহত এবং প্রায় আড়াই শ’ জনকে জিম্মি করা হয়।

সোমবার এক বিবৃতিতে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে : আইন উপদেষ্টা ভোলায় ১৩ মামলার আসামি কুখ্যাত ডাকাত আটক আখাউড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার প্রয়োজনে আবারো অভ্যুত্থান হবে : সারজিসের কঠোর হুঁশিয়ারি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ১১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি ও বিশ্বব্যাংক সৈয়দপুরে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ মালয়েশিয়ায় পাসপোর্ট প্রার্থীদের লাঠিপেটা, প্রবাসীদের ক্ষোভ অনুপ্রবেশের সময় বাবা-ছেলেসহ ৮ বাংলাদেশী আটক ১০০০ দিন ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভবিষ্যৎ কী? আওয়ামী পুনর্বাসনের উদ্যোক্তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে : হাসনাত মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন লেবাননে পৌঁছেছেন

সকল