১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ট্রাম্পের জয় চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’

‘ট্রাম্পের জয় চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’ - ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ক্ষমতায় আসা ইরানের পররাষ্ট্রনীতি বিশেষ করে চীন ও ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

গতকাল (রোববার) রাজধানী তেহরানে চীনা রাষ্ট্রদূত চং পিউয়ুর সাথে বৈঠকের সময় একথা বলেন আলী আকবর বেলায়েতি। বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

ড. বেলায়েতি ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিয়ে বলেন, দু'দেশের মধ্যে দীর্ঘ, ঘনিষ্ঠ এবং আন্তরিকতাপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যার জোরালো প্রভাব পরস্পরের ওপর সুস্পষ্ট।

তিনি বলেন, দুই দেশ সহযোগিতা আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তার দেশ খুবই গুরুত্ব দেয়। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

চীনা রাষ্ট্রদূত আরো বলেন, পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইরান-চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে -এমন কোনো কিছুকে সুযোগ দেয়া উচিত নয়।

২০২১ সালের মার্চ মাসে ইরান ও চীন ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি সই করে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
‘আসিফ নজরুলকে হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’ চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসি’র সিদ্ধান্ত ট্রাকচাপায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত 'গণহত্যায় উসকানির দায়ে' ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন তিতুমীর কলেজের ইস্যুটির দ্রুতই সমাধান হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইয়াং মুসলিমস সোসাইটির যাত্রা শুরু টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

সকল