১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিনিয়র হামাস নেতারা কাতার থেকে তুরস্কে!

হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হায়াকে তুরস্কের পতাকার সামনে দেখা যাচ্ছে - ফাইল ছবি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জমিয়েছেন বলে ইসরাইলি মিডিয়া কান জানিয়েছে। মার্কিন-ইসরাইলি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের চাপে কাতার তাদের দেশে বসবাসরত হামাস নেতাদের চলে যেতে বলার পর তারা তুরস্কে যান বলে জানা গেছে।

চলতি মাসের প্রথম দিকেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, হামাস নেতাদের কাতার ত্যাগ করতে বলার জন্য কাতারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের একটি সূত্র কানকে জানান, কাতারের কর্মকর্তারা হামাস নেতাদের জানিয়েছেন যে 'আপনারা আর এখানে কাঙ্ক্ষিত নন।'

এছাড়া বার্তা সংস্থা রয়টার্সও জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় কয়েক সপ্তাহ ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র হামাস নেতাদের বহিষ্কার করার জন্য কাতারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।

অন্যদিকে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকেই হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করে আসছিল তুরস্ক।

গত আগস্টে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর এক দিনের শোক দিবস ঘোষণা করেছিলেন। শোক প্রকাশ করার জন্য তেল আবিবে তুর্কি দূতাবাসের পতাকা অর্ধনমিত করা হয়।

এর আগে মার্চে এরদোগান বলেছিলেন যে আঙ্কারা 'দৃঢ়ভাবে' হামাসকে সমর্থন করে। সৌদি মিডিয়া আরব নিউজ এ খবর প্রকাশ করেছিল।

ইস্তাম্বুলে বক্তৃতাকালে তিনি বলেন, 'হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করতে কেউ আমাদের বাধ্য করতে পারবে না। তুরস্ক এমন এক দেশ, যে প্রকাশ্যে হামাস নেতাদের সাথে কথা বলে, দৃঢ়ভাবে তাদের সমর্থন করে।'

সূত্র : জেরুসালেম পোস্ট

 


আরো সংবাদ



premium cement