ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর : সেনাবাহিনী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠি শনিবার ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। অপরদিকে একই দিনে ইসরাইলি বাহিনী ইরান-সমর্থিত গোষ্ঠীটির ঘাঁটিতে একের পর এক হামলা শুরু করে। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গ্রিনিচ মান সময় ২১৩০টায় হিজবুল্লাহ নিক্ষিপ্ত প্রায় ৮০টি প্রজেক্টাইল আজ লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছে।
এদিকে, গাজার উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, উত্তর গাজার বাইত লাহিয়ায় আক্রান্ত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, সম্প্রতি ইসরাইলিরা বাইত লাহিয়ায় একটি আবাসিক ভবনে হামলা করে। পরে ভবনের অবস্থানরতরা আমাদের কাছে উদ্ধারের আবেদন করে। কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।
আল জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় শহরের একটি আবাসিক ভবনে দু’টি বোমা ফেলেছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়। যেসময় ওই ভবনে হামলা হয়, তখন সেখানে অন্তত ১০০ জন অবস্থান করছিল।
স্থানীয় চিকিৎসাকর্মীরা ১০ জন নিহতের কথা বলেছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহতের সংখ্যা আরো বেশি হবে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে।
আল জাজিরার প্রতিনিধি মাহমুদ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। কারণ, সেখানে খুবই অল্পসংখ্যক প্যারামেডিক পৌঁছাতে সক্ষম হয়েছেন।
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা