১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নেতানিয়াহুর বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি : রয়টার্স

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরাইলি শহর সিজারিয়াতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবার কেউই উপস্থিত ছিলেন না।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ রোববার ভোরে সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, এ ঘটনাটি ‘সমস্ত রেড লাইন’ অতিক্রম করেছে।

তিনি বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। নেতানিয়াহু ইরান ও তার প্রক্সিদের দ্বারা হুমকির সম্মুখীন।’

এ ঘটনার পর তিনি নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে এ ঘটনার নিন্দা করে বলেছেন, তদন্ত চলছে।

এদিকে বোমা নিক্ষেপের পর এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে ওই সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement