১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে : ইরান

আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে : ইরান - সংগৃহীত

ইরান বলেছে, আমেরিকার হারানো গৌরব আবার ফিরিয়ে আনার যে ঘোষণা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাতে বুঝা যায়, দেশটি কতটা দুর্বল হয়ে পড়েছে। একই সাথে মার্কিন আধিপত্যের মোকাবেলায় একটি ‘মুসলিম সেনাবাহিনী’ গঠন করারো প্রস্তাব দিয়েছে তেহরান।

শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান কমান্ডার ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজায়ি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ প্রস্তাব দেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ‘আমেরিকাকে আবার মহান করুন’ বলে যে স্লোগান দিচ্ছেন তাতে বুঝা যায়, দেশটি কতটা অপদস্থ ও দুর্বল হয়ে পড়েছে।

রেজায়ি বলেন, ইসরাইল ও তার অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে পশ্চিম এশিয়া অঞ্চলে যে নজিরবিহীন অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আমেরিকা অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে।

ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, বর্তমানে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিন- এই ছয়টি দেশ ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে। মেজর জেনারেল (অব.) রেজায়ি বলেন, এসব দেশ তাদের অন্তরের অন্তস্তল দিয়ে ইসরাইলি সরকার ও তার সমর্থক বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

ইরান গোটা অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায় জানিয়ে সাবেক এই সেনা কমান্ডার বলেন, এর অর্থ এই নয় যে ইসরাইল ও তার পৃষ্ঠপোষকরা পশ্চিম এশিয়ায় যা খুশি তাই করবে কিন্তু কোনো জবাব পাবে না।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement