ইরানের গোপন পারমাণবিক গবেষণাকেন্দ্রে ইসরাইলের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ১৫:০৬
ইরানের পারমাণবিক গবেষণাকেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরাইল। অক্টোবরের শেষের দিকে ওই হামলা চালায় তাদের বিমান বাহিনী।
শুক্রবার (১৫ অক্টোবর) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাবেক ও বর্তমান বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে তথ্যটি উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষের দিকে ইরানের গোপন পারমাণবিক গবেষণাকেন্দ্রে হামলা করে ইসরাইলি বিমান বাহিনী। এতে তেহরানের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সের সাইটে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে এই হামলাকে ইরানের পারমাণবিক উন্নয়ন প্রচেষ্টার জন্য একটি গুরুতর আঘাত হিসেবে কর্মকর্তারা দাবি করেছেন।
সূত্র : জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা