১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

- ছবি : ভয়েস অব আমেরিকা

গাজায় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে ইসরাইল কর্তৃপক্ষ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে দাবি করেছে জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা বারবার বাস্তুচ্যুত ও বেসামরিক নাগরিকদের স্থানান্তরিত করেছে। তারা ‘জোরপূর্বক স্থানান্তরের যুদ্ধাপরাধ করেছেন’ এবং যেসব এলাকায় ফিলিস্তিনিরা ফিরে যেতে পারবে না সেসব এলাকায় ‘জাতিগত নির্মূলের সংজ্ঞাও পূরণ করছে বলে মনে হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘হিউম্যান রাইটস ওয়াচ দেখেছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং প্রমাণ দেখা গেছে যে, এটি নিয়মতান্ত্রিক এবং রাষ্ট্রীয় নীতির অংশ। এ ধরনের কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধও বটে।’

ইসরাইলি সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

তবে এর আগে, ইসরাইলি কর্তৃপক্ষ বলেছিল, তাদের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

সশস্ত্র সংঘাতের আইন বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য বা অপরিহার্য সামরিক কারণে প্রয়োজন না হলে অধিকৃত অঞ্চল থেকে বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা নিষিদ্ধ করে।

ইসরাইল বলেছে, বেসামরিক নাগরিকদের যুদ্ধ থেকে নিরাপদ রাখতে বা সামরিক লক্ষ্য অর্জনের জন্য বাস্তুচ্যুতি জরুরি।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানায়, গাজার উত্তরাঞ্চলে ছয়জন নিহত হয়, তার মধ্যে একটি বাড়িতে ইসরাইলি হামলায় তিন শিশু নিহত হয়েছে।

বার্তা ও সংবাদ সংস্থা এএফপি জানায়, হিজবুল্লাহর ঘাঁটির কিছু অংশ খালি করতে ইসরাইলি হুঁশিয়ারির পর বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বিমান হামলা চালানো হয়।

হামলার কিছুক্ষণ আগে ইসরাইলের বাসিন্দাদের বাড়ি-ঘর ছেঁড়ে চলে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছিল।

বৃহস্পতিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বিমান বাহিনী দক্ষিণ লেবাননে ১৪০টির বেশি হিজবুল্লাহর লঞ্চার ধ্বংস করেছে এবং দুই ব্যাটালিয়ন কমান্ডার ও এক কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে।

এর আগে, বুধবার লেবানন সীমান্তের কাছে সংঘর্ষে ছয়জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সকল