যোদ্ধাদের প্রতি হিজবুল্লাহ নেতার বার্তা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাঈম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশে লেখা এক চিঠিতে ইসরাইলবিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বলেছেন, ‘আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরাইলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানো গর্ব।’
গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাঈম কাসেমকে একটি চিঠি লিখেছিলেন। তার জবাবে বুধবার হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লিখলেন।
চিঠিতে তিনি আরো বলেছেন, ‘আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে। আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করছে।’
আল-কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাঈম কাসেম। তিনি পবিত্র আল-কুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সীসাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন।
কিভাবে হিজবুল্লাহ সদস্যরা ‘মৃত্যুর গভীরে’ প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে ওই কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা।
সূত্র : পার্সটুডে