গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৭
গাজার যুদ্ধে ‘প্রকৃত ও সম্প্রসারিত বিরতির’ আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যেন গাজাবাসীদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া যায়।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরকালে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ‘গাজার বড় এলাকাজুড়ে প্রকৃত ও সম্প্রসারিত বিরতি দেখতে চায়। সব ধরনের যুদ্ধ ও সংঘাতে বিরতি দেয়া হোক। যাতে যেসব মানুষের সাহায্য-সহযোগিতার প্রয়োজন, তাদের কাছে তা কার্যকরভাবে পৌঁছে দেয়া যায়।
তিনি বলেন, ‘ইসরাইল মানবিক সমস্যাগুলোর সমাধানে কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারা একইসাথে নিজেদের জন্য নির্ধারণ করা লক্ষ্য পূরণ করেছে। এখনই যুদ্ধ বন্ধ করার উপযুক্ত সময়।’
গাজার ত্রাণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার বলছে, ওয়াশিংটনের অনুরোধ মেনে ইসরাইল গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে সীমিত হলেও খানিকটা অগ্রগতি দেখিয়েছে। যার ফলে বাইডেন প্রশাসন ইসরাইলের কাছে অস্ত্র স্থানান্তর প্রক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা আরোপ করবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সহকারী-মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে ইসরাইলিরা যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করছে, এমন কোনো বিশ্লেষণ আমরা করছি না।’
এর আগে, রোববার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রশাসন তাদের মিত্রকে এক মাস সময় বেঁধে দিয়ে গাজায় ত্রাণের প্রবাহ বাড়ানোর শর্ত দিয়েছিল। ইসরাইল ও মুক্তিকামী হামাস যোদ্ধাদের ১৩ মাসের যুদ্ধের জেরে গাজায় ভয়াবহ আকারে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে ত্রাণের প্রবাহ না বাড়ালে সামরিক সহায়তা কমানোর হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই সময়সীমা মঙ্গলবার অতিক্রান্ত হয়েছে।
প্যাটেল বলেন, ‘আমরা ইসরাইলকে কোনো ছাড় দিচ্ছি না।’
তিনি বলেন, ‘আমরা চাই সার্বিকভাবে মানবিক পরিস্থিতির উন্নতি হোক এবং আমরা মনে করি, কিছু সাম্প্রতিক পদক্ষেপ পরিস্থিতির উন্নয়ন অব্যাহত রাখবে।’
তবে ইসরাইল গাজায় ত্রাণের প্রবাহ কমিয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে এবং ত্রাণ বিতরণের ধীর গতির জন্য জাতিসঙ্ঘ, ত্রাণ সংস্থা ও হামাসকে দায়ী করছে।
সূত্র : ভিওএ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা