হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২৪, ২০:৫৭
হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ দখলকৃত অঞ্চলের উত্তরে লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার ইয়োনা ইয়াহাভ বলেছেন, হাইফায় স্বাভাবিক জন জীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরাইলকে তা প্রভাবিত করবে।
পার্সটুডের মতে, ইসরাইলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলা তাদের ট্রাম্প কার্ড।
‘আলমাই’ গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি চারগুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরো গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
হিজবুল্লাহ ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলি মিডিয়া এবং একইসঙ্গে মিডিয়াগুলো বলছে যে উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোন ইচ্ছা নেই।
ইসরাইল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ‘ঘাই আমোসি’ ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরাইলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা