১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় এক দিনে নিহত ৩৮

লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় এক দিনে নিহত ৩৮ - ছবি : ইউএনবি

সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএর খবরে অনুসারে, উত্তর আক্কার আইন ইয়াকুব গ্রামের একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় বাস্তুচ্যুত লেবানন ও সিরিয়ার নাগরিকসহ ২৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ধ্বংসস্তূপের নিচে হতাহতদের খোঁজে এখনো তল্লাশি চলছে।

পৃথক ঘটনায় লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন জেলার সাকসাকিয়েহ শহরে সাতজন এবং টায়ার জেলার শ্রিফা শহরে আরো তিনজন নিহত হয়েছেন।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের বেশ কয়েকটি শহর এবং কারমিল বসতিতে প্যারাট্রুপারস ব্রিগেডের একটি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে বড় রকেট হামলা চালিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে ইসরাইলের উত্তেজনায় বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ওইদিন থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

এরপর অক্টোবরের শুরুতে ইসরাইল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা তিন হাজার ২৪৩ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৪ হাজার ১৩৪ জন।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement