১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। - ছবি : মিডল ইস্ট মনিটর

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সোমবার (১১ নভেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। তারা ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করছে। টার্গেট করছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনবিষয়ক ত্রাণসংস্থা ইউএনআরডব্লিউএ কর্মীদেরকেও। সেজন্য তাদের সাথে সম্পর্ককে পুনঃমূল্যায়ন করুন। একইসাথে দখলদারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করা থেকেও বিরত থাকুন।

জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অমান্য করছে। তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না-ই হতে পারে, তাহলে জাতিসঙ্ঘ থেকে তাদের সদস্যপদ স্থগিত করুন।

মুসলিম নেতাদের উদ্দেশে তিনি বলেন, এ যুদ্ধে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে। ফলে এই যুদ্ধ বন্ধ করার জন্য মুসলিম ও আরব নেতাদের দায়িত্ব বেড়ে গেছে।

এ সময় তিনি চলমান যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। একইসাথে গাজাকে সহায়তা প্রদান এবং দখলদার বাহিনী প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের ভূমিকা নিশ্চিত করার উপর জোর দেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে

সকল