১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলি ঘাঁটিতে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননে ইসরাইলি বিমান হামলার স্থান - সংগৃহীত

ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের সামরিক ঘাঁটিতে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে। পরে হাউছিরা জানায়, তারা ইসরাইলের মধ্যাঞ্চলে সফল হামলা চালিয়েছে।

সোমবার তারা এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হাউছিরা বলছে, তারা জাফার দক্ষিণ-পূর্বে নাহাল সোরেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে এবং আঘাতটি সঠিক লক্ষ্য ভেদ করে এবং এর ফলে আগুন ধরে যায়।

এদিকে হাউছি-পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আমরান ও সাদাহ গভর্নরেট লক্ষ্য করে সিরিজ বিমান হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী বার্তাসংস্থা এএফপিকে জানায়, জেরুসালেমে পশ্চিমে বেত শেমেশ এলাকায় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং এর ফলে আগুন ধরে যায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোববার মধ্যাঞ্চলীয় গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত একটি পরিবারকে আশ্রয় দেয়া একটি তাঁবুতে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান বার্তাসংস্থা এপিকে জানান, রোববার রাতে নুসেইরাত শিবিরের পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিরা ব্যাপক বোমা হামলার খবর দিয়েছে এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। আহতদের নুসেইরাতের আওদা হাসপাতালে নেয়া হয়েছে।

গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক ড. ফাদেল নাইম জানান, রোববার সকালে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার শহরে শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি বাড়িতে ইসরাইলি হামলায় নয় নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়।

বৈরুতের উত্তরে আলমাত গ্রামে ইসরাইলি বিমান হামলায় সাত শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। এটি উত্তর ও পূর্বে, যেখানে হিজবুল্লাহর উপস্থিতি অনেক বেশি সেখান থেকে বেশ দূরে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরো ছয়জন আহত হয়েছে।

ইসরাইলের পক্ষ থেকে সরে যাওয়ার কোনো সতর্কবার্তা ছিল না এবং হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা বলছে, লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে দু’শতাধিক শিশু নিহত হয়েছে।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
২৮ অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল : রফিকুল ইসলাম কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের ‘বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, সংবিধানের বিষয়টি এখন উন্মুক্ত করা দরকার' ৩ লাখ ২৭ হাজার টন চাল আমদানির অনুমোদন ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই : তারেক রহমান পরকীয়ার জেরে খুন হন শিল্পপতি মাসুম, বান্ধবী গ্রেফতার ইন্দুরকানীতে তাফসির মাহফিলে সাঈদীর মামলার স্বাক্ষী সুখরঞ্জন বালি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসঙ্ঘের পরমাণু প্রধান সরিষাবাড়ীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন ‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’

সকল