১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে বাংকার থেকেই অফিস করছেন নেতানিয়াহু

নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর সূত্রে টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় মাসখানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তার বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই সুরক্ষিত বাংকারে অফিস করছেন তিনি। এমনকি নিরাপত্তা সঙ্কটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।

এদিকে, লেবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরাইলি সেনাপ্রধান। রোববার (১০ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি। যেদিন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, ইসরাইল হিজবুল্লাহকে পরাজিত করেছে, সেদিনই তিনি সেনাবাহিনীকে ওই বিষয়ে অনুমোদন করেন।

সূত্র : টাইমস অব ইসরাইল, জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement

সকল