‘শত্রুরা আমাদের এবং আমাদের অস্ত্রকে ভয় পায়’
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০২৪, ১৬:৪৮
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সংগঠনের নতুন মহাসচিব শেখ নাঈম কাসেমের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তারা বলেছেন, শত্রুরা হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক শক্তিকে ভয় পায়।
শনিবার শেখ নাঈম কাসেমকে উদ্দেশ করে লেখা এই বার্তায় হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘আমাদের জিহাদের সকল অঙ্গন থেকে এবং সকল যোদ্ধার হৃদয় থেকে আপনার মহানুভবতার প্রতি আমাদের আনুগত্য ব্যক্ত করছি।’
সংগঠনের সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর দেখানো পথে ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার শপথ পুনর্ব্যক্ত করেন হিজবুল্লাহ যোদ্ধারা। তারা লেবাননের জনগণ ও সম্প্রদায়কে রক্ষা এবং হাসান নাসরুল্লাহর লক্ষ্য অর্জনের জন্য কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি আগ্রাসীদের বহিষ্কারের অঙ্গীকার করা হয়েছে এই বার্তায়।
হিজবুল্লাহ নেতাকে পাঠানো বার্তায় সংগঠনের যোদ্ধারা জানিয়েছেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রয়েছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা