০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতা থেকে সরে আসবে কাতার!

গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতা থেকে সরে আসবে কাতার! - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২০২৪ সালের ২৪ অক্টোবর কাতারের আমির তামিম বিন হামাদ আল-সানির সাথে দোহায় দেখা করেন। গত শুক্রবার সূত্র জানায়, কাতার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা বন্ধ করবে

গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার অবস্থান থেকে সরে আসতে পারে কাতার। কাতার জানিয়েছে, হামাস ও ইসরাইল আলোচনা টেবিলে ফিরে আসার 'আন্তরিক ইচ্ছা' প্রদর্শন না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতা করার বিরত থাকবে কাতার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় এটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে মনে করা হচ্ছে।

রয়টার্সকে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উপসাগরীয় দেশটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়টি 'আর তার উদ্দেশ্য পূরণ করছে না।' এটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য একটি বড় রকমের ধাক্কা। উল্লেখ্য, গ্রুপটির শীর্ষ নেতাদের ইসরাইল হত্যা করেছে।

কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসরের সাথে গাজায় বছরব্যাপী লড়াইয়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়াসে আলোচনা পর্বগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশ্য, এখন পর্যন্ত সেগুলো ফলপ্রসূ হয়নি। অক্টোবরের মাঝামাঝি সময়ে হওয়া সর্বসাম্প্রতিক আলোচনায় হামাস স্বল্পমেয়াদি একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে কোনো চুক্তিতে আসতে ব্যর্থ হয়।

কর্মকর্তাটি বলেন, 'কাতার সংঘাতের শুরু থেকেই বলছে তারা কেবল তখনই মধ্যস্থতা করতে পারে যখন উভয় পক্ষই একটি সমাধান খোঁজার জন্য প্রকৃত আগ্রহ প্রদর্শন করে।' তিনি আরো বলেন, কাতার তার সিদ্ধান্তের বিষয়ে হামাস, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র প্রশাসনকে অবহিত করেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, হামাস যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির সর্বসাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাদের দোহায় উপস্থিতি আর গ্রহণযোগ্য নয়।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement