১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মার্কিন অনুরোধে হামাসকে দোহা ত্যাগের নির্দেশ কাতারের

কাতারের আমির তামিম বিন হামাদ আল-সানির (বামে) সাথে হামাস নেতা ইসমাইল হানিয়া (ডানে) ও খালেদ মিশালের বৈঠক। ২০১৩ সালের দোহায় এই বৈঠক হয় - ফাইল ছবি

বাইডেন প্রশাসনের অনুরোধের পর প্রায় ১০ দিন আগে দোহা থেকে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক অফিস বন্ধ করার আদেশ দিয়েছে কাতার। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা টাইমস অব ইসরাইলকে এই তথ্য জানিয়েছেন। তবে কাতার এখনো নিশ্চিত করেনি যে তারা হামাস নেতাদেরকে দেশটি ত্যাগ করতে বলেছে।

কাতার ২০১২ সাল থেকে দোহায় হামাস কর্মকর্তাদের আশ্রয় দিচ্ছে। ওই সময় হামাসের সাথে যোগাযোগ করার যথাযথ চ্যানেল থাকার প্রয়োজনীয়তা অনুভব করে মার্কিন প্রশাসনের অনুরোধেই হামাসকে আশ্রয় দেয়া হয়েছিল।

গত বছরের ৭ অক্টোবরে ইসরাইলের ভেতরে হামাসের হামলার পর কাতারকে যুক্তরাষ্ট্র অবগত করে যে তারা হামাসের সাথে 'স্বাভাবিক কাজকর্ম' বজায় রাখতে পারছে না। অবশ্য, যুদ্ধবিরতি ও পণবন্দী চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের অফিস গুটিয়ে দেয়ার অনুরোধ করা থেকে ওই সময় বিরত থাকে যুক্তরাষ্ট্র।

হামাসের সাথে আলোচনায় সফলতার রেশ ধরেই গত বছরের নভেম্বরে সপ্তাহব্যাপী একটি চুক্তি হয়। কিন্তু পরে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি।

এক কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি প্রস্তাব হামাস নাকচ করে দেয়ার প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে দোহায় হামাসের অফিস থাকাটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমেরিকান কোনো অংশীদারের রাজধানীতে তারা আর থাকতে পারে না।

অন্যদিকে হামাস জোর দিয়ে বলে আসছে যে তারা কোনো 'অবাস্তব' চুক্তি মেনে নেবে না।

মার্কিন কর্মকর্তারা জানান, দু'সপ্তাহ আগে হামাসকে বিদায় করতে কাতারকে অনুরোধ করে যুক্তরাষ্ট্র। তারা জানান, কাতার ২৮ অক্টোবরের দিকে হামাসকে কাতার ছাড়ার নোটিশ দেয়।

তবে হামাস কর্মকর্তাদের কাতার ত্যাগ কখন হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তারা কোথায় যাবেন, সেটাও চূড়ান্ত হয়নি।

কেউ কেউ তুরস্ক, ইরান, ওমান, লেবানন, আলজেরিয়ার কথা বলছে। তবে সকল স্থানেই কিছু সমস্যা রয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement
বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

সকল