০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর দ্বিতীয় হামলা

২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর দ্বিতীয় হামলা - ছবি : সংগৃহীত

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা শুক্রবার ইসরাইলি নগরী হাইফার কাছে এক নৌ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে এটি এই ধরনের দ্বিতীয় হামলা।

এএফপির তথ্যমতে, ইরান-সমর্থিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিক্রিয়ায় হাইফার উত্তর-পশ্চিমে ‘স্টেলা মারিস’ নৌ ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বৃহস্পতিবার একই এলাকায় আরেকটি হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটি পৃথক এক বিবৃতিতে বলেছে, তারা হাইফার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রামাত ডেভিড এয়ার বেস লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরাইল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। তারা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে তার উত্তর সীমান্ত সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। ইসরাইল তার বিমান হামলা বাড়ানোর পর দেশটির দক্ষিণে স্থলবাহিনী পাঠিয়েছে।

গত এক বছর ধরে হিজবুল্লাহর সাথে ইসরাইল আন্তঃসীমান্ত গুলিবিনিময় করে আসছে। হিজবুল্লাহ জানায়, তারা গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত হামাসের সমর্থনে কাজ করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত লেবাননে ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement