ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ নভেম্বর ২০২৪, ১৫:৫৭
ইসরাইলের গভীর অভ্যন্তরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের হাইফা শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত স্টেল্লা ম্যারিস নৌ ঘাঁটিতে রকেট হামলা চালান। ইহুদিবাদী বাহিনীর নৌ তৎপরতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হামলায় ব্যবহৃত হিজবুল্লাহর বেশ কয়েকটি রকেট ইসরাইলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ঠেকিয়ে দিতে পারলেও ওই ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একাধিক রকেট ঘাঁটিতে আঘাত হানে।
এছাড়া, হাইফার দক্ষিণে অবস্থিত ইলিয়াকিম ঘাঁটিতেও বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হিজবুল্লাহ গতরাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হাইফার উত্তরে অবস্থিত অবৈধ ইহুদি বসতি মানারা, কিরিয়াত শমোনা এবং ক্রাইয়োকে লক্ষ্য করেও ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এসব বসতির অধিবাসীদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আগেভাগেই ঘোষণা দিয়ে রাখা হয়েছিল।
এদিকে, দক্ষিণ লেবানন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরাইলের একটি পদাতিক ইউনিটের সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। দখলদার সেনাদলটি দক্ষিণ লেবানের ইয়ারুন শহরের দিকে অগ্রসর হচ্ছিল। হিজবুল্লাহর হামলায় দখলদার সেনা ইউনিটটির সকল সদস্য হতাহত হয়েছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা