০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে আরো শতাধিক নিহত

ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে আরো শতাধিক নিহত - ছবি : বাসস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরেই নিহত হয়েছেন ৪২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরো এক লাখের বেশি মানুষ। লেবানন ও ইসরাইল থেকে আল জাজিরার উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩ জন নিহত ও ১৬১ জন আহত হয়েছে।

এদিকে, লেবাননজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা, মসজিদের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাতেও চালাচ্ছে একের পর এক হামলা।

স্থানীয় সময় বুধবার লেবাননের প্রত্নতাত্ত্বিক শহর হিসেবে খ্যাত বালবেকে একটি রোমান সাম্রাজ্যের সময়ের ঐতিহাসিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গোটা এলাকা। ধ্বংস হয়ে যায় একটি ঐতিহাসিক স্থাপনা।

বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, ঐতিহাসিক আল-মানশিয়া দালান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত হওয়া দালানটি উসমানী সাম্রাজ্যের ছিল। তারা জানায়, বাইরের ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানা গেলেও দালানটির ভেতরে কতটুকু ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই ঐতিহাসিক এই শহরটিতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই লেবানন-ইসরাইল যুদ্ধে এখন প্রাণ হারিয়েছেন তিন হাজারেরও বেশি লেবাননের নাগরিক।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমির পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : তারেক রহমান ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে খিচুড়িভোজ বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি শুরু ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট দশমিনায় প্রেমের টানে শ্রীলঙ্কার যুবক সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনাদের বের করে আনতে চান ট্রাম্প জেনেভা ক্যাম্প থেকে ‘বোমা আরমান’ গ্রেফতার নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি মুনতাহার শিগগিরই আন্তর্জাতিক স্পট মার্কেটের এলএনজি সরবরাহকারীদের তালিকা করবে পেট্রোবাংলা

সকল