০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলা

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধে বৈরুতের পূর্বাঞ্চলীয় আরাউয়ায় ইসরাইলি ড্রোন হামলার স্থানে একটি ক্রেন গাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার সময় লেবাননের সেনারা পাহারা দিচ্ছে। ফাইল ফটো : নভম্বের, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবারের হামলার মধ্যে লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলি সামরিক বাহিনী লোকজনকে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করার পরে এই হামলা সংঘটিত হয়।

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা বৈরুতে হিজবুল্লাহর সদর দফতর ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর নতুন নেতা বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শান্তির আবেদন করতে বাধ্য না হওয়া পর্যন্ত তার বাহিনী ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ১৩ মাস ধরে চলা সংঘর্ষে লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নাটকীয়ভাবে সহিংসতা বৃদ্ধি এবং ১ অক্টোবর ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করার পর থেকে বেশিভাগ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

গাজার উত্তরাঞ্চলে যেখানে ইসরাইলি বাহিনী গত মাসে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তাদের আক্রমণ জোরদার করেছে, জাতিসঙ্ঘ অনুমান করেছে সম্প্রতি সেখানে এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বুধবার সংবাদদাতাদের বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে আনুমানিক ৭৫ থেকে ৯৫ হাজার মানুষ অবস্থান করছে। গত এক মাসে সেখানে নিহতের সংখ্যা শত শত হবে বলে ধারণা করা হচ্ছে।’

ইতিবাচক সংবাদ হলো, মঙ্গলবার পোলিও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার জাতিসঙ্ঘে ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ২৮ অক্টোবর ইসরাইলে দু’টি নতুন আইন পাস করার পর আন্তর্জাতিক সমর্থনের আবেদন জানান। ওই আইনে ইউএনআরডব্লিউএ’কে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে এগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা বছরের পর বছর ধরে ইউএনআরডব্লিউর সমালোচনা করে অভিযোগ করেছেন যে, হামাস সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের স্কুলগুলো ব্যবহার করে এবং ইসরাইলবিরোধী পাঠ্যক্রম প্রচার করে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর এই বাগাড়ম্বর আরো জোরদার হয় এবং জানুয়ারিতে ইসরাইল অভিযোগ করে যে, ইউএনআরডব্লিউ’র ১২ জন কর্মী এই হামলায় জড়িত ছিল। ওই কর্মীদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান র‌্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কী প্রভাব পড়বে সরকারকে বিব্রত করতে একের পর এক হত্যাকাণ্ড : যশোর জামায়াত গোয়ালন্দে সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ভারতের জম্মু-কাশ্মির বিধানসভায় বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি অভিবাসন নীতিতে যে পরিবর্তন আনতে পারেন ট্রাম্প বাবার অটোরিকশায় নানাবাড়ি যাওয়ার পথে বাসচাপায় ২ শিশু নিহত ‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত রাজনৈতিক সঙ্কটে জার্মানির জোট সরকারে ভাঙ্গন শারজায় বাংলাদেশের লজ্জার রেকর্ড!

সকল