০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫৭, আহত অর্ধশতাধিক

- ছবি : সংগৃহীত

বুধবার লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) ও স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে আল-জাদিদ টেলিভিশনের খবরে বলা হয়েছে, পূর্ব লেবাননের বেকা ও বালবেক-হারমেল অঞ্চলের শহর ও গ্রাম লক্ষ্য করে ৩৩টি ইসরাইলি বিমান হামলায় ৫৫ জনেরও বেশি নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

বালবেকের মেয়র মুস্তাফা আল-শাল জানিয়েছেন, হামলায় বালবেকের আবাসিক এলাকা ও ঐতিহাসিক ‘আল-মানশিয়া’ ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

রোমান সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য ধর্মীয় কেন্দ্র ছিল বালবেক এবং জুপিটার ও বাচ্চুসকে উৎসর্গীকৃত মন্দিরগুলোর জন্য শহরটি বিখ্যাত। এসব স্থাপনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত।

ইসরাইলি বিমান হামলায় দেশটির মূল্যবান ঐতিহাসিক স্থাপত্যের যে ক্ষতি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।

এদিকে এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইবল আল-সাকিতে পৃথক এক বিমান হামলায় একজন নিহত হয়েছেন এবং বাজুরিয়াহ শহরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে আরেকজন বেসামরিক নিহত হন।

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের হারউফ, বেইত ইয়াহুন, আনসারিয়াহ, আদলুন, জারারিয়েহ ও কুনিনের গ্রামগুলোতেও হামলা চালিয়েছে বলে খবরে বলা হয়।

হামলার জবাব দিতে হাইফার কাছে ইসরাইলের স্টেলা মারিস নৌঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র ও অ্যাসল্ট ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের মারকাবা ও মারোউন আল-রাস গ্রামের নিকটবর্তী ওয়াদি হুনয়নের আল-মার্জ সাইটে কিরিয়াত শমোনা ও ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলার খবরও জানিয়েছে তারা।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে বিপজ্জনক উত্তেজনার ফলে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গত মাসের শুরুতে ইসরাইল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরাইলে রকেট নিক্ষেপ করলে দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরাইলের পাল্টা গুলি ও বিমান হামলা চালায় ইসরাইল। তার পর থেকে হিজবুল্লাহ-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় তিন হাজারেরও বেশি লেবানিজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেশটির ১৩ হাজারেরও বেশি নাগরিক।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement